স্বামীর যৌন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন পেইনের স্ত্রী
প্রকাশিত:
২২ নভেম্বর ২০২১ ২২:৪৩
আপডেট:
২২ নভেম্বর ২০২১ ২২:৪৩

২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত এক নারী কর্মীর সঙ্গে আপত্তিকর মেসেজ করেন টিম পেইন। তার গোপনাঙ্গের ছবিও পাঠান সেই নারীকে। সেই থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার তদন্ত করছিল। পেইনের দাবি, তিনি তখনই তার দোষ স্বীকার করে তদন্তে সহযোগিতা করেছিলেন। এরপর সম্প্রতি ভাইরাল হয় সেই মেসেজগুলো।
চার বছর আগের ‘সেক্সটিং কেলেঙ্কারি’ প্রকাশ্যে আসায় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন উইকেটরক্ষক ব্যাটার টিম পেইন। এই ঘটনায় ব্যথিত হয়েছেন পেইনের স্ত্রী বনি ম্যাগস। একইসঙ্গে মিডিয়ায় ঘটনাটি বেশি প্রচার হওয়ায় ক্ষেপেছেন পেইনপত্নী।
এই বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে এবার মুখ খুললেন টিম পেইনের স্ত্রী বনি।
স্বামীকে সঙ্গে নিয়ে নিউজকর্পকে দেওয়া সাক্ষাৎকারে পেইনের স্ত্রী বললেন, ‘সব জানাজানির পর মনোমালিন্য হলেও ঝামেলা মিটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। এখন এই ঘটনা এত বেশি প্রচার হওয়াতে খুব বিরক্ত লাগছে। এভাবে পুরনো ঘটনা প্রকাশ্যে আনার কোনো মানেই হয় না।’
তিনি আরও বলেন, ‘প্রথমে মনে হয়েছিল সে (পেইন) আমাকে ঠকিয়েছে। তবে তার সততা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।’
সম্পর্কিত বিষয়:
টিম পেইন অস্ট্রেলিয়া যৌন কেলেঙ্কারি বনি ম্যাগস মুখ খুললেন পেইনের স্ত্রী পেইনের স্ত্রী ক্রিকেট অস্ট্রেলিয়া
আপনার মূল্যবান মতামত দিন: