শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


টেস্টে দ্রুততম ৪ হাজার রান ও দুইশ উইকেটের মালিক সাকিব


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২১ ০৪:৩৬

আপডেট:
১০ ডিসেম্বর ২০২১ ০৫:৩১

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

টেস্টে দ্রুততম ৪ হাজার রান ও দুইশ উইকেটের মালিক বনে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের আগে এই কীর্তি গড়েছেন মাত্র ৫ জন অলরাউন্ডার। তারা হলেন- স্যার গ্যারি সোবার্স, স্যার ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরি। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব।

স্যার গ্যারি সোবার্স এই কীর্তি গড়েছিলেন ৮০তম টেস্টে। এছাড়া বোথাম ৬৯তম, কপিল ৯৭তম, ক্যালিস ১০২তম ও ভেট্টোরি নিজের ১০১তম ম্যাচে এই ডাবল ক্লাবে নাম লেখান।

দ্রুততম এই তালিকায় নাম লেখাতে সাকিবের লেগেছে মাত্র ৬০ ম্যাচ। সাকিবের আগে মাত্র ২ বাংলাদেশি টেস্টে ৪ হাজার রানের রেকর্ড গড়েছেন।


সম্পর্কিত বিষয়:

সাকিব আল হাসান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top