সেভিয়ার মাঠে পয়েন্ট হারাল বার্সেলোনা
প্রকাশিত:
২০ জুন ২০২০ ১৭:৪৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:২৪

স্প্যানিশ লা লিগায় শুক্রবার রাতে গোলশুন্য ম্যাচে সেভিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লিওনেল মেসিদের।
নিজেদের দ্বিতীয় ম্যাচেই সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণে শিরোপা জয় থেকে কিছুটা পিছিয়ে গেল কিকে সেতিয়েনের দল। তাছাড়া পুরো ম্যাচে খুব একটা ছন্দের জাদু দেখাতে পারেননি লিওনেল মেসি।
বার্সাকে রুখে দিয়ে রিয়ালের বেশ উপকারই করল টেবিলের তিন নম্বরে থাকা দল সেভিয়া।
চলতি লিগে ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে বার্সেলোনা। আগামীকাল রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলেই বার্সাকে টপকে শীর্ষে উঠে যাবে রিয়াল মাদ্রিদ।
গতকাল ম্যাচের দ্বাদশ মিনিটেই সুযোগ পায় সেভিয়া। অল্পের জন্য বল ঠিকানায় পাঠাতে ব্যর্থ হন জুল কুইন্দি। ২১ মিনিটে ফ্রি-কিক নেন লিওনেল মেসি। সেটাও হেড দিয়ে ফিরিয়ে দেন কুইন্দি। এরপর ২৫ মিনিটে ভালো সুযোগ আসে বার্সার সামনে। প্রতিপক্ষের ডি-বক্সের সামনে থেকে শট নেন শুরুর একাদশে ফেরা লুইস সুয়ারেজ। সে শট ফেরাতে কিছুটা তালগোল পাকান সেভিয়া গোলরক্ষক। বল ফিরিয়ে দিলে ফিরতি শটে বল জালে পাঠাতে পারেননি মার্টিন ব্রাথওয়েট। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে।
দ্বিতীয়ার্ধে গোল পেতে বেশ বেগ পেতে হয়েছে বার্সা-সেভিয়ার। কিন্তু কেউই জালের নাগাল পায়নি। ম্যাচের শেষ দিকে ভালো সুযোগ তৈরি করে বার্সা। কিন্তু ৮৮ মিনিটেও ব্যর্থ শটে দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি সুয়ারেজ।
শেষ সময় আর কোনো গোল না আসায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে।
এ ড্রয়ের পর ৩০ ম্যাচে ২০ জয় ও ৫ ড্র নিয়ে ৬৫ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই রয়েছে বার্সেলোনা। বার্সাকে রুখে দেয়া সেভিয়া ৩০ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের তিন নম্বরে। ২৯ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৬২ পয়েন্ট। তাই শীর্ষে পৌঁছতে রোববার সোসিয়েদাদের ৩ গোলের বেশি ব্যবধানে হারাতে হবে রিয়ালকে।
সম্পর্কিত বিষয়:
স্প্যানিশ লা লিগা সেভিয়া বার্সেলোনা লিওনেল মেসি লুইস সুয়ারেজ কুইন্দি জুল কুইন্দি রিয়াল মাদ্রিদ
আপনার মূল্যবান মতামত দিন: