মেসি করোনাভাইরাসে আক্রান্ত
প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২২ ০৫:৫৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০২:২০

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে ফ্রেঞ্চ কাপে খেলতে নামার আগেই করোনা টেস্টে পজিটিভ হয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
শনিবার রাতে এক বিবৃতিতে পিএসজি জানায়, তাদের একজন কর্মী করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।
রোববার জানা গেল- লিওনেল মেসি, মিডফিল্ডার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল করোনা টেস্টে পজিটিভ।
এক বিবৃতিতে পিএসজি জানায়, করোনা টেস্টে আমাদের চারজন তারকা ফুটবলার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল পজিটিভ হয়েছেন। আমরা তাদের দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছেন।
সূত্র: গোল ডটকম, নিউজ এইটটিন।
সম্পর্কিত বিষয়:
লিওনেল মেসি
আপনার মূল্যবান মতামত দিন: