শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২৫ লাখে কিনে নিল কেকেআর
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:০০
আপডেট:
২০ মার্চ ২০২৫ ১১:২৩

এবারের আইপিএলে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
দুই কোটি ভিত্তি মূল্যের শ্রেয়াসের জন্য রয়্যাল চালেঞ্জার বেঙ্গালুরু (আরসিবি) ও দিল্লি ক্যাপিট্যালস লড়াই শুরু করে। এরপর লখনউ সুপার জায়ান্টস যোগ দেয় লড়াইয়ে। কেকেআর পরে আগ্রাহ দেখায়। তাদের লড়াই চলে দিল্লির সঙ্গে। দিল্লি শ্রেয়াসকে ফেরাতে মরিয়া ছিল। গুরজাট টাইটানস ১০ কোটি রুপি দর হাঁকে। শেষমেশ ১২ কোটি ২৫ লাখ রুপিতে শ্রেয়াসকে দলে নেয় কোলকাতা।
তবে কি আইয়ারই হতে চলেছেন কোলকাতার পরবর্তী ক্যাপ্টেন?
এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।
আপনার মূল্যবান মতামত দিন: