বৃহঃস্পতিবার, ২০শে মার্চ ২০২৫, ৬ই চৈত্র ১৪৩১


প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের জয় টাইগারদের


প্রকাশিত:
৪ মার্চ ২০২২ ০৫:১২

আপডেট:
৫ মার্চ ২০২২ ২৩:০৩

ছবি-সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

ইনিংসের শুরুতেই নাসুম আহমেদের অফ স্পিনে টপঅর্ডার ৪ ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফগানিস্তান।

পঞ্চম উইকেটে নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি ৩৭ রানের জুটি গড়েন। এই দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। এক উইকেট নেন মোস্তাফিজ আর ৩ উইকেট নিয়ে আফগানদের গুঁড়িয়ে দেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে আফগান টপঅর্ডার ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান নাসুম আহমেদ। ৩.৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন শরিফুল। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব এবং ১৮ বলে ২০ রান করা আজমতউল্লাহকে আউট করেন মোস্তাফিজুর রহমান।


সম্পর্কিত বিষয়:

উইকেটকিপার লিটন দাস

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top