ভারতের কাছে ১০৭ রানে হারলো পাকিস্তান
প্রকাশিত:
৭ মার্চ ২০২২ ০১:১৫
আপডেট:
৭ মার্চ ২০২২ ০২:২০

পাকিস্তান নারী দলকে ১০৭ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারতের নারী দল। আগে ব্যাট করে পাকিস্তানের সামনে ২৪৫ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ১৩৭ রানে অলআউট হয়েছে বিসমাহ মারুফের দল।
ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের নারী দল। ৬ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরত যান ওপেনার শেফালি ভার্মা। এরপর দীপ্তি শর্মার সঙ্গে ৯২ রানের জুটি গড়েন আরেক ওপেনার স্মৃতি মান্দানা। ৫৭ বলে ৪০ রান করে নাসরা সান্ধুর বলে দীপ্তি সাজঘরে ফেরত গেলে এই জুটি ভেঙে যায়।
৭৫ বলে ৫২ রান করে আনাম আমিনের বলে তারই হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান স্মৃতি মান্দানা। ৯৬ রানে দ্বিতীয় উইকেট হারানো ভারত ষষ্ঠ উইকেট হারায় ১১৪ রানে। সপ্তম উইকেট জুটিতে গিয়ে হাল ধরেন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: