অল বাংলাদেশ ফাইনালে তৃতীয় স্বর্ণ উপহার দিলেন নাসরিন
প্রকাশিত:
২০ মার্চ ২০২২ ০৩:০৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৫১

থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন নারী আরচার নাসরিন আক্তার।
শনিবার (১৯ মার্চ) বিকেলে নাসরিন রিকার্ভ নারী এককে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন দেশের প্রতিপক্ষ দিয়া সিদ্দিকীকে।
প্রথম সেট ২৮-২৬ পয়েন্টে জিতেছেন নাসরিন। দ্বিতীয় সেটেও নাসরিনের জয় ২৮-২৬ পয়েন্টে। তৃতীয় সেট ২৮-২৮ পয়েন্টে সমতায় থাকে। পরের সেটও সমতা হয় ২৭-২৭ পয়েন্টে।
এটি নাসরিনের তৃতীয় স্বর্ণ। আগের স্বর্ণ দুটি ছিল দলগত। তিনি রোমানের সঙ্গে স্বর্ণ জিতেছেন রিকার্ভ মিশ্রতে। দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশার সঙ্গে স্বর্ণ জিতেছেন নারী রিকার্ভ দলগত বিভাগে।
এ নিয়ে বাংলাদেশ তিনটি স্বর্ণ জিতলো। প্রথম দুটি স্বর্ণই বাংলাদেশ জিতেছিল ভারতকে হারিয়ে।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: