ঘরোয়া ক্রিকেট থেকেও বাদ সৌম্য
প্রকাশিত:
৬ এপ্রিল ২০২২ ০০:৫৭
আপডেট:
৬ এপ্রিল ২০২২ ০১:২৩

সম্ভাবনার এক খেলোয়াড় হিসেবে জাতীয় দলে জায়গা পেলেও দীর্ঘ ৮ বছরে ক্যারিয়ারটা মসৃণ ছিল না সৌম্য সরকারের।
অধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দল থেকে বাদ পড়ার পর এবার ঘরোয়া ক্রিকেটের একাদশেও জায়গা হারালেন সৌম্য। মঙ্গলবার (৫ এপ্রিল) চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হয় মোহামেডান। এ ম্যাচে একাদশে রাখা হয়নি সৌম্যকে। ফর্মহীনতায় সৌম্যকে একাদশে রাখেনি মোহামেডান টিম ম্যানেজমেন্ট।
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে নিজ ব্যাটে রানের দেখা পাচ্ছেন না সৌম্য। ডিপিএলে ৬ ইনিংসে ব্যাট হাতে নেমে ফিফটি মাত্র একটি। আরেক ইনিংসে করেছেন ২৩ রান। বাকি ৪ ইনিংসে ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। বল হাতে ৭ উইকেট নিলেও ব্যাটিং ব্যর্থতায় এবার দল থেকেই বাদ পড়লেন সৌম্য।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: