চেলসি কোচের কথার ফাঁদে পা দেব না: কাসিমিরো
প্রকাশিত:
১২ এপ্রিল ২০২২ ২১:২১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:৫৩

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) রিয়াল মাদ্রিদ-চেলসির হাইভোল্টেজ ম্যাচ, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। তবে বড় এই দুই দলের লড়াইয়ের ভোল্টেজ যেন অনেকটাই কমিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে চেলসিরই মাঠে তাদের ৩-১ গোলে হারিয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে কার্লো আনচেলত্তির দল।
এখান থেকে শেষ চারে নাম লেখাতে হলে রিয়ালের মাঠে এবার অসাধ্য সাধন করতে হবে চেলসিকে। চেলসি কোচ টমাস টুখেল সেই আশা ছেড়েই দিয়েছেন। ফিরতি লেগে তার দলের ঘুরে দাঁড়ানোর প্রশ্নে টুখেল বলেন, তাদের সম্ভাবনা আর নেই বললেই চলে।
তবে প্রতিপক্ষ কোচের এমন কথাকে ফাঁদ মনে করছেন রিয়াল তারকা কাসিমিরো। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা তার (টুখেল) কথায় কান দেব না। সম্ভবত গত সপ্তাহে লন্ডনে আমরা চলতি মৌসুমে আমাদের সেরা ৯০ মিনিট খেলেছি এবং সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনের কাছাকাছি যেতে একটি বড় পদক্ষেপ নিয়েছি। কিন্তু আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারি না।'
কাসিমিরো আরোও বলেন, 'টমাস টুখেল যা বলেছেন, তা আমরা সবাই শুনেছি। আমরা এই ফাঁদে পা দেব না। আমরা জানি, এটি কঠিন ম্যাচ হবে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমরা ম্যাচটিকে হালকাভাবে নেব না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।'
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: