থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত:
১৫ মে ২০২২ ০২:৫২
আপডেট:
১৫ মে ২০২২ ০২:৫৫

গ্রুপের দ্বিতীয় ম্যাচ জয়ের পরই এশিয়ান গেমস নিশ্চিত হয়েছে বাংলাদেশ হকি দলের। এখন চলছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মিশন। সেই মিশনের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।
শনিবার (১৪ মে) ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ের সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বড় জয় পাওয়া ম্যাচে শুরুটা ভালো ছিল না বাংলাদেমের। দশম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। স্বাগতিক দলের চানাচলের গোলে হতাশা ছড়িয়ে পড়ে বাংলাদেশ শিবিরে।
তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। ২২ মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করে সমতা আনেন। দ্বিতীয় কোয়ার্টারেই বাংলাদেশ ব্যবধান এগিয়ে নিযে যায়। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল।
বিরতির পর মাঠে নেমেই আবার গোল করেন আশরাফুল। এবারও পেনাল্টি কর্নার থেকে। ৩৫ মিনিটে আশরাফুলের গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৪৭ মিনিটে রাকিবুলের ফিল্ড গোল নিশ্চিত করে ৪-১ ব্যবধানের বড় জয়।
এর আগে প্রথম সেমিফাইনালে ওমান ২-০ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। আগামীকাল রোববার টুর্নামেন্টের ফাইনালে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: