শুক্রবার, ২১শে মার্চ ২০২৫, ৭ই চৈত্র ১৪৩১


বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ডেনমার্কের জয়


প্রকাশিত:
৪ জুন ২০২২ ১৯:২৮

আপডেট:
২১ মার্চ ২০২৫ ১০:৪৩

ছবি-সংগৃহীত

উয়েফা নেশন্স লিগে পুরো ম্যাচেই দাপট ছিল ফ্রান্সের। করিম বেনজেমার দারুণ গোলে ফরাসিরা এগিয়েও গেল। তবে এরপর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে ১-২ গোলে জয় তুলে নিল ডেনমার্ক।

শুক্রবার (০৩ জুন) প্যারিসের জাতীয় স্টেডিয়ামে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ডেনিশদের হয়ে জোড়া গোল করেন আন্দ্রেয়াস কর্নিলিউস।

খেলার প্রথমার্ধে ফ্রান্স বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে বারবার ব্যর্থ হতে হয় স্বাগতিকদের। ডেনমার্কও কয়েকবার সুযোগ তৈরি করেছিল।

অবশেষে ৫১তম মিনিটে বেনজেমার দুর্দান্ত গোলে লিড নেয় ফ্রান্স। এনকুকুর পাসে বেনজেমা বল পান। সেখান থেকে চারপাশে ঘিরে থাকা প্রতিপক্ষ ফুটবলারদের দারুণভাবে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন।

কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকা হলো না ফ্রান্সের। ধারার বিপরীতে ৬৮তম মিনিটে পিয়ের-এমিল হয়বিয়ার্গের ক্রসে ডান পায়ের ভলিতে সমতা টানেন কর্নিলিউস। পরে ৮৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন কর্নিলিউস। কোনাকুনি উঁচু শটে গোলটি করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে ফ্রান্স। একই দিনে ডেনমার্ক খেলবে স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে।

গ্রুপে আরেক ম্যাচে অস্ট্রিয়া ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে তাদের মাঠেই হারিয়ে দিয়েছে।


সম্পর্কিত বিষয়:

করিম বেনজেমা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top