রেকর্ড জয় পাকিস্তানের
প্রকাশিত:
২১ জুলাই ২০২২ ০১:৩০
আপডেট:
২১ জুলাই ২০২২ ০১:৫৮

গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে ৩৪২ রানের লক্ষে মাঠে নামে পাকিস্তান। সেই লক্ষ্য টপকে চার উইকেটে জয় পেয়েছে বাবর আজমের দল। গলে এটিই সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড।
পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিক ৪০৮ বলে ১৬০ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি মাত্র ৬টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। দলীয় ৩০৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। কিন্তু সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়েন শফিক ও মোহাম্মদ নওয়াজ। নওয়াজ অপরাজিত থাকেন ১৯ রানে।
রান তাড়ায় অবদান রেখেছেন অধিনায়ক বাবর আজম, ওপেনার ইমাম-উল-হক ও উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বাবর করেন ৫৫, ইমামের ব্যাট থেকে আসে ৩৫, আর রিজওয়ানের অবদান ৪০।
দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করেছেন লঙ্কান বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া, শিকার করেছেন চারটি উইকেট। এছাড়া রমেশ মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা পেয়েছেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: