বান্ধবীকে বিয়ে করলেন কামিন্স
প্রকাশিত:
২ আগস্ট ২০২২ ০২:২৮
আপডেট:
২১ মার্চ ২০২৫ ১০:৪০

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স তাঁর দীর্ঘদিনের বান্ধবী বেকি বোস্টনকে বিয়ে করেছেন। শনিবার বাইরন বে’তে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং সতীর্থরা।
ইংল্যান্ডের নাগরিক বোস্টনের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক কামিন্সের। ২০১৩ সালে পরিচয় তাদের। এরপর করোনার মধ্যেই ২০২০ সালের জুন মাসে তারা এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন। তাদের দুজনের রয়েছে নয় মাসের একটি সন্তানও, নাম এলবি।
বিয়েতে উপস্থিত ছিলেন কামিন্সের ঘনিষ্ঠ বন্ধু কমেডিয়ান অ্যান্ডি লি ও অ্যান্ডির বান্ধবী রেবেকা। এছাড়া সতীর্থ নাথান লায়ন, ট্রাভিস হেড, টিম পেইন, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডরা।
সম্পর্কিত বিষয়:
অস্ট্রেলিয়া
আপনার মূল্যবান মতামত দিন: