শেষ টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন
প্রকাশিত:
২ আগস্ট ২০২২ ০৬:০৫
আপডেট:
২১ মার্চ ২০২৫ ১০:৪৭

বিসিবির এক সূত্র থেকে জানা যায়, সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব পাচ্ছেন লিটন দাস। লিটন এর আগে জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন। গত বছর টাইগারদের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর চোটের কারণে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব দেন তিনি।
সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিসিবি প্রধান নাজমুল হাসান সবুজ সংকেত দিলেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে লিটনের অধিনায়কত্ব নিশ্চিত।
এর আগে রোববার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। তবে ম্যাচ চলাকালীন কিপিংয়ের সময় বাঁহাতের তর্জনিতে চোট পান তিনি। খেলার পর এক্স-রে করানো হলে সেই আঙুলে চিড় ধরা পড়ে।
সম্পর্কিত বিষয়:
বিসিবি
আপনার মূল্যবান মতামত দিন: