রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

https://rupalibank.com.bd/

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: এআই দিয়ে মনের মতো ছবি বানানো যাবে


প্রকাশিত:
৯ জুলাই ২০২৪ ১১:১৭

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৯

ছবি- সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার মেটা এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি চ্যাটবট। ইতিমধ্যে এই চ্যাটবট অনেক দেশেই চালু হয়েছে। হোয়াটসঅ্যাপে অনেকেই তার ব্যবহার শুরু করে দিয়েছেন। কিন্তু, আপনি কি জানেন এই চ্যাটবটে খুব সহজে বানাতে ও এডিট করতে পারবেন এআই ছবি। আসুন পদ্ধতি জেনে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে দারুণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চালু করেছে মেটা। নাম মেটা এআই চ্যাটবট। অনেকেই ব্যবহার শুরু করেছেন। এবার সেখানে মনের মতো এআই ছবিও বানাতে পারবেন। পাশাপাশি ইউজার কিছু প্রশ্ন করলে, ছবিতে তার উত্তর দেবে এই চ্যাটবট। এই অভিনব ফিচারটি বেশ মজাদার হতে পারে হোয়াটসঅ্যাপে।

ওয়াবেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, নতুন একটি চ্যাট বাটনের উপর কাজ করছে মেটা। এই চ্যাটে ছবির আদান-প্রদান করা যাবে। এখানে ইউজার ছবি আপলোড করে সেখানে কোনও ত্রুটি বা খুঁত রয়েছে কিনা তা জিজ্ঞাসা করা যাবে এআইকে। শুধু তাই নয়, সেই ছবিতে কোনও এডিটের প্রয়োজন হলে তাও করে দেবে এই চ্যাটবট।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ছবির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইউজারের। তারা যখন খুশি সেই ছবিগুলো ডিলিট করতে পারবেন। ফিচারটি বেশ কার্যকরী হতে পারে হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য। কারণ এই মুহূর্তে ছবি থেকে কোনও বস্তু সরাতে হলে বা ভালো করে এডিট করতে হবে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে হয়। কিন্তু, হোয়াটসঅ্যাপে ফিচারটি চলে এলে আর অন্য কোথাও যেতে হবে না। এক ছাতার তলায় মিলবে সব পরিষেবা।

মেটা এআই দিয়ে বানিয়ে ফেলুন আকর্ষণীয় ছবি

হোয়াটসঅ্যাপ খুললে একটি গোল রিং আইকন থাকবে সেখানে ক্লিক করতে হবে
তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে মেটা এআই চ্যাটবট চালু করতে হবে
এবার এখানে ‘Imagine Me’ টাইপ করে এআই ছবি তৈরি করতে পারবেন
আবার যে ধরনের ছবি বানাতে চান তার প্রম্পট লিখলেও এআই ছবি তৈরি হয়ে যাবে
সেই ছবি ডাউনলোড করা যাবে, হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা যাবে
ইউজার চাইলে সেই চ্যাট ডিলিটও করে দিতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top