বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১

ডিজিটাল অ্যারেস্ট ফাঁদে পরে লাখ টাকা হারালেন শিক্ষক


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১২

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২৯

ফাইল ছবি

অপরিচিতি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল দেওয়ার পর সিবিআই অফিসার পরিচয় দিয়ে মানি লন্ডারিংয়ে যুক্ত থাকার অভিযোগে ভারতের অন্ধ্রপ্রদেশের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে টানা ৭২ ঘণ্টা ক্যামেরার সামনে বসে থাকতে বাধ্য করা হয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ৭২ ঘণ্টা মোবাইলের ভিডিও ক্যামেরার সামনে রেখে সমস্যার সমাধান করার জন্য প্রথম ধাপে ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণা চক্রটি।

প্রতিবেদন আরও বলা হয়, এই ঘটনায় যুক্ত থাকা ৩৩ বছর বয়সী পিল্লা নানিকে গ্রেপ্তার করেছে কোচবিহারের সাইবার ক্রাইম থানার পুলিশ। গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার করার পর ট্রানজিট রিমান্ডে কোচবিহার নিয়ে আসা হয় তাকে। মঙ্গলবার কোচবিহার জেলা আদালতের নিয়ে যাওয়া হয়। বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গত ৮ জানুয়ারি প্রথমবার অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন এসেছিল। সিবিআই পরিচয় দিয়ে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে ৯ জানুয়ারি তার কাছ থেকে ২ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ওই শিক্ষক গত ১১ জানুয়ারি বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ৩১ জানুয়ারি পুলিশ অন্ধ্রপ্রদেশে থেকে পিল্লা নানিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কতজন যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top