বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১

সাইবার সিকিউরিটি

হোয়াটসঅ্যাপ হ্যাক করতে নতুন পদ্ধতি বের করেছে হ্যাকাররা


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৬

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩০

ছবি সংগৃহীত

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এত দিন ধরে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রসঙ্গে আমরা শুনে এসেছি ফিশিং অ্যাটাকের কথা। এই পদ্ধতিতে ইউজারকে একটা লিংক পাঠানো হয়। সেখানে ক্লিক করলে সব গোপন তথ্য ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের কাছে। কিন্তু, এবার বিপদ আরও সুগভীর। কেননা, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আর লিংকে ক্লিক করারও প্রয়োজন হচ্ছে না।

জানা গিয়েছে যে এক ইসরায়েলি সারভেইলেন্স কোম্পানি, যার নাম প্যারাগন সলিউশনস, বেছে বেছে সাংবাদিক সমাজকর্মী এবং প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টার্গেট করেছে। এর জন্য তারা বেছে নিয়েছে জিরো ক্লিক পদ্ধতি। ফলে, ইউজারের কোনও ক্লিকে লিংক করারও আর দরকার পড়ছে না।

এই প্রসঙ্গে বলে রাখা উচিত হবে যে ঘটনাটি ঘটছে মূলত ইতালিতে। তা বলে এর গভীরতা উপেক্ষা করা উচিত হবে না। যে কোনও সময়ে একই ঘটনা আমাদের দেশেও ঘটতেই পারে। আর বিষয়টি গুজবও নয়, কেননা, হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা নিজেও এই খবরের সত্যতা স্বীকার করেছে।

মেটা ইতালির ন্যাশনাল সাইবারসিকিউরিটি এজেন্সিকে সজাগ করে বলেছে যে ইতালিতে বহুসংখ্যক ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

যাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ইতালির প্রখ্যাত উদ্বাস্তু পুনর্বাসন সমাজকর্মী লুকা কাসারিনি। মেডিটেরানিয়া সেভিংস হিউম্যান নামে তার সংগঠন আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। একই সঙ্গে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ইতালির ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ফ্রান্সেস্কো কানসেলাতোরও।

কাসারিনি এই প্রসঙ্গে একটি মেসেজ সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন যেখানে হোয়াটসঅ্যাপরে পক্ষ থেকেই তাকে জানানো হয়েছে যে তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এভাবে ইউজারদের সতর্ক করার পাশাপাশি মেটা জানিয়েছে যে ২৪টি দেশ জুড়ে প্রায় ৯০ জন ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয়ও বিষয়টিকে গুরুতর আখ্যা দিয়েছে। তারা জানিয়েছে যে ন্যাশনাল সাইবারসিকিউরিটি এজেন্সি ঘটনাটির তদন্ত করছে। নিরাপত্তা সংক্রান্ত কারণে যে সব ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তাদের পরিচিতি অবশ্য সরকারি কার্যালয় প্রকাশ্যে আনেনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top