বিএনপি-জামায়াত দেশের মানুষের পাশে ছিলো না: আইসিটি প্রতিমন্ত্রী
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৭
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৫৪

বিএনপি-জামায়াত কখনো দেশের মানুষের পাশে ছিলো না, দেশের মানুশের পাশে ছিল জননেত্রী শেখ হাসিনা সরকার এমনটাই বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাটোরের সিংড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ত্রাণ দিয়েছে শেখ হাসিনা সরকার। ২০১৭ সালে, ২০২০ সালে বন্যা ও করোনায় পাশে ছিলেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যানরা জনগণের পাশে ছিলেন।
তিনি আরও বলেন, কোথাও আগুন লাগলে, চুরি-ডাকাতি হলে, মাদক ব্যবসা করলে, অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে ৯৯৯ এ ফোন করলেই সেবা পেয়ে যাই আমরা। এসব সম্ভব হয়েছে প্রযুক্তির সহায়তায়। আমি আপনাদের বেতন ভুক্ত চাকর, আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আপনাদের সেবা করাই আমার কাজ।
আপনার মূল্যবান মতামত দিন: