মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বরফঢাকা অ্যান্টার্কটিকার গোলাপী আকাশ


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২২ ০০:৪১

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০২:৩৯

 ছবি : সংগৃহীত

দক্ষিণে অবস্থিত সাদা বরফে ঢাকা অ্যান্টার্কটিকা এখন গোলাপি আভায় পরিপূর্ণ। হঠাৎ করেই এমন মন্ত্রমুগ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে সেখানে।

মাহদেশটিতে কর্মরত বিজ্ঞানীরা এমন দৃশ্য দেখে অভিভূত। এমন স্বর্গীয় দৃশ্য বন্দি করে রাখার জন্য তারা ক্যামেরা নিয়ে ছুটছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জানুয়ারিতে টোঙ্গা অগ্ন্যুৎপাতের পরবর্তী প্রভাব হিসেবেই এই রঙের বন্যা। টোঙ্গা আগ্নেয়গিরির অবস্থান অ্যান্টার্কটিকা থেকে প্রায় ৭,০০০ কিলোমিটার দূরে অবস্থিত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছাকাছি।

মাস দুয়েক আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াজুড়ে অস্বাভাবিকভাবে জ্বলন্ত আকাশের খবর পাওয়া গিয়েছিল। ওই ঘটনাও ছিল হাঙ্গা টোঙ্গা-হাঙ্গা হা’আপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফল। এটাকে বলা হচ্ছে অগ্ন্যুৎপাতের ‘আফটারগ্লো’ প্রভাব। অগ্ন্যুৎপাতের ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে জমা হওয়া অ্যারোসোলের কারণেই আলোর এই মন্ত্রমুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়।

সাধারণত মধ্য-শীতকালে, অ্যান্টার্কটিকা প্রায় অবিচ্ছিন্নভাবে অন্ধকার থাকে। কিন্তু এ বছর এ সময়ে হঠাৎ এমন ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে।

সূত্রঃ আইএ


সম্পর্কিত বিষয়:

বরফ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top