শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


খোঁজ মিলল বিচিত্র আকাশি নীল বর্ণের ব্যাঙের


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ০৪:২০

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০১:০৭

 ছবি : সংগৃহীত

এক ব্যক্তি তার বড় ছেলের জন্মদিনে আকাশি নীল রঙের ব্যাঙের সন্ধান পান। নিজের ধানক্ষেতে ওই ব্যক্তি খুঁজে পান বাহারি রঙের ব্যাঙটি। ছেলের জন্মদিনে তাই বাড়তি আনন্দ যোগ করতে পেরেছেন ওই ব্যক্তি। ঘটনাটি জাপানের কিয়োটো অঞ্চলের একটি গ্রামে।

৪১ বছর বয়সী ওই ব্যক্তি গত ৪ সেপ্টেম্বর ধান কাটতে গিয়ে আবিষ্কার করেন ব্যাঙটিকে। জাপানি গেছো ব্যাঙ সাধারণত সবুজ হয়, তবে এটির শরীরে জন্মগতভাবে হালকা হলুদ রঙের মিশেলে নীল রঙ হয়ে গেছে বলে মনে হয়।

গেছো ব্যাঙের দেহ সব সময় ভেজা থাকে। ফুফফুস থাকলেও সে তার ত্বকের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। গেছো ব্যাঙ গাছে চড়লেও পড়ে যায় না। কারণ তখন তার পায়ের পাতা প্যাডের মতো কাজ করে। তাই সে টিকটিকির মতো বেয়ে গাছের উপরে ও নিচে নামতে পারে। গেছো ব্যাঙের পায়ের আঙুল লম্বা ও নরম। তাই সে গাছের ডাল কিংবা পাতায় উল্টো হয়ে ঝুলে থাকতে বা হাঁটতে পারে। তাছাড়া, গেছো ব্যাঙ তার গায়ের রঙ পরিবর্তন করতে পারে। আশপাশের পরিবেশ বা শত্রুর আক্রমণ থেকে লুকোতে সে এই কাজ করে।

যদিও ব্লুবার্ড বিশ্বের বহু সংস্কৃতিতে আনন্দের প্রতীক হিসাবে বিবেচিত হয়। তবে ওই ব্যক্তি মনে করেন, নীল ব্যাঙটি তার এবং তার ছেলের জন্য সুখ বয়ে এনেছে।

কাকতালীয়ভাবে, লোকটি তার ব্যাঙ আবিষ্কারের আগের দিন, হায়োগো প্রিফেকচারের কিনোসাকি মেরিন ওয়ার্ল্ড পরিদর্শন করার সময় কেবলমাত্র একটি নীল জাপানি গেছো ব্যাঙ দেখেছিলেন।

৫ সেপ্টেম্বর লোকটির ছেলে ব্যাঙটিকে তার নার্সারিতে নিয়ে গেলে বাচ্চারা আনন্দে উল্লাস করতে থাকে। তবে এসব ব্যাঙ লালন-পালন করা অপেশাদারদের পক্ষে কঠিন এবং নীল ব্যাঙের শরীর কালো হতে শুরু করায়, লোকটি এটিকে আবার ছেড়ে দেয়। যেখানে তিনি এটি খুঁজে পেয়েছেন সেখানে ছেড়ে দেওয়া হয়েছে ব্যাঙটি।

কিনোসাকি মেরিন ওয়ার্ল্ডের প্রজনন ব্যবস্থাপক জানিয়েছেন, ‘ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এবং একটি অপরিচিত পরিবেশের কারণে এটি কালো হতে পারে। তাই যদি লোকেরা তাদের খুঁজে পায় তবে তাদের একা ছেড়ে দেওয়া উচিত’।

উল্লেখ্য, পৃথিবীতে মোট চার হাজার তিনশ ষাট প্রজাতির ব্যাঙ রয়েছে। বাংলাদেশে পাওয়া যায় এমন কতোগুলো ব্যাঙের অদ্ভূত নামও রয়েছে। যেমন, যাই যাই ব্যাঙ, বামন ব্যাঙ, কটকটি ব্যাঙ, কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ, পটকা ব্যাঙ, ভেঁপু ব্যাঙ, ঝিঝি ব্যাঙ, পানা ব্যাঙ ও সকির ডাকা ব্যাঙ।

সূত্র: কিয়োডো সংবাদ সংস্থা


সম্পর্কিত বিষয়:

গেছো ব্যাঙ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top