বিশ্বের সবচেয়ে বয়স্ক দম্পতি
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২০ ২০:৩৫
আপডেট:
৩১ আগস্ট ২০২০ ০২:৩৬

৮০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের। বর্তমানে তারা বিশ্বের অতীত রেকর্ড ভেঙে দেওয়া দম্পতি। জানা গেছে, জুলিও সিজার মোরা তাপিয়া (১১০) এবং ওয়ালড্রামিনা ম্যাকলোভিয়া কুইনতেরোস রেয়েস (১০৫) দম্পতির বয়স সম্মিলিতভাবে ২১৫ বছর।
তারাই বিশ্বের সবচেয়ে বেশি সময় দাম্পত্য জীবন পার করা যুগল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে গত মঙ্গলবার নাম লিখিয়েছেন তারা।
যদিও তাদের দাম্পত্য জীবন দীর্ঘ সময়ের। তবে তারা রেকর্ড গড়েছেন সবচেয়ে বেশি বয়সের যুগল হিসেবে। গুণে গুণে তারা ৭৯ বছর ছয় মাস ২২ দিন আগে বিয়ে করেছিলেন।
বর্তমানে তাদের দু'জনেরই শারীরিক অবস্থা ভালো। তাদের ১১ জন নাতি-নাতনি এবং নাতি-নাতনিদের মোট সন্তান ২১ জন। তাদেরও নয়জনের বাচ্চাকাচ্চা হয়েছে।
সূত্র : ইউএসএ টুডে
সম্পর্কিত বিষয়:
বিশ্ব
আপনার মূল্যবান মতামত দিন: