রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

https://rupalibank.com.bd/


সিংহীর টানে কুমিরে ঠাসা খালে রেকর্ড-ভাঙা সাঁতার দুই সিংহের


প্রকাশিত:
১১ জুলাই ২০২৪ ১৯:২৪

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১৪

ছবি- সংগৃহীত

উগান্ডার কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কে রাতের বেলা কুমিরে ঠাসা খাল সাঁতরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে দুই সিংহ। এই দুটি সিংহের মধ্যে জ্যাকব নামের একটি সিংহের পেছনের একটি পা নেই।

গবেষকরা বলেছেন কুমিরে ঠাসা কাজিঙ্গা নামের এ খালটি ১ দশমিক ৬ কিলোমিটার লম্বা। এখন পর্যন্ত সিংহের সাঁতরে খাল পার হওয়ার যেসব তথ্য রেকর্ড করা হয়েছে এটি সেগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। আর তাদের ধারণা, সিংহীর সংস্পর্শ পেতে এতটা ঝুঁকি নিয়েছে তারা। এছাড়া মানুষের কাছ থেকে আরও দূরে চলে যেতেও এমনটি করে থাকতে পারে বনের এই দুই রাজা।

এক পা-হীন জ্যাকব ১০ বছর ধরে এই ন্যাশনাল পার্কটিতে রয়েছে। এই সময়ের মধ্যে শিকারীদের ফাঁদে পা দিয়ে একটি পা হারিয়েছে সে।

জ্যাকবের সঙ্গে অপর যে সিংহটি কুমির থাকা খালটি পার হয়েছে সেটির নাম টিবু। এটি সম্পর্কে তার ভাই।

গতকাল বুধবার ইকোলোজি অ্যান্ড এভোলেশন নামের একটি জার্নালে এই দুই সিংহের খালে সাঁতার কাটার তথ্যটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, “এই পার্কে সিংহীদের জন্য লড়াইটা খুবই হিংস্র। সিংহীর সংস্পর্শ পাওয়ার লড়াইয়ে তারা হেরে গেছে। এরপরই তারা খালে সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছে, খালের অপর প্রান্তে থাকা সিংহীর সংস্পর্শ পেতে তারা এমন ঝুঁকি নিয়েছে।”

সূত্র: সিএনএন



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top