চীনে পোষা কুকুর রান্না করে খেয়ে ফেললেন হাইওয়ে কর্মীরা
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৫
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২০

চীনের শেনজেন প্রদেশে হাইওয়ে কর্মীরা এক ব্যক্তির পোষা কুকুর রান্না করে খেয়ে ফেলেছেন। ওই কুকুরটির মালিক মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। ওই সময় কুকুরটিকে একটি আশ্রয় কেন্দ্রে রেখে যান তিনি। তবে গত ২৯ জানুয়ারি এটি সেখান থেকে পালিয়ে যায়। মূলত চীনা নববর্ষের আতশবাজির শব্দে ভয় পেয়ে এটি পালায়।
পরবর্তীতে কুকুরটির মালিক এটিকে খুঁজে পেতে ৫০ হাজার ইউয়ান পুরস্কার ঘোষণা করেন। তবে তিনি জানতেন না তার আদরের কুকুরকে রান্না করে খেয়ে ফেলছেন অন্যরা।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কুকুরটি পালিয়ে যাওয়ার পর একটি মহাসড়কে একা একা হাঁটছিল। ওই সময় এটিকে একটি গাড়ি ধাক্কা দেয়। তখন কুকুরটি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, হাইওয়ে পেট্রলের দুজন কর্মকর্তা কুকুরটিকে নিজেদের গাড়িতে তুলছেন। পরবর্তীতে তারা এটিকে তাদের কোম্পানির রান্নাঘরে নিয়ে যান। এরপর এটিকে রান্না করে আটজনকে খাওয়ানো হয়।
মূল ঘটনা জানতে পেরে পরে কুকুরটির মালিক সামাজিকমাধ্যমে এক পোস্টে বলেন, “আমার প্রিয় ই ই বাড়িতে আসার সময় গাড়ির সঙ্গে ধাক্কা খায়। আমি দুঃখিত আমি তাকে রক্ষা করতে পারিনি। আমি তাকে সবসময় মনে রাখব।”
ওই হাইওয়ে কোম্পানি ও ট্রাফিক পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এছাড়া কোম্পানিটির মালিকও স্বীকার করেছেন তার কর্মীরা কুকুর রান্না করে খেয়েছে।
হাইওয়ে কোম্পানিটির মুখপাত্র জানিয়েছেন, তাদের কর্মীরা ভেবেছিলেন এটি একট পথকুকুর। এছাড়া গাড়ির ধাক্কায় এটি মারা গিয়েছিল। নিয়ম অনুযায়ী, কুকুরটির মরদেহের ছবি কোম্পানির সিস্টেমে প্রকাশ করেছিলেন কর্মীরা।
এদিকে যেই রান্না ঘরে কুকুরটিকে রান্না করা হয়েছিল এবং যারা এরসঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। কুকুরটির মালিক জানিয়েছেন, তিনি এ ঘটনায় মামলা করবেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: