রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


আমিরাতে এক ঘণ্টায় ভিক্ষা করে ‘অবিশ্বাস্য’ অর্থ আয় করছে ভিক্ষুকরা


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫ ১৬:৫৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:২৪

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষা করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু তা সত্ত্বেও রমজান মাস আসলে সেখানে ভিক্ষুকদের আনাগোনা বাড়ে। সবচেয়ে ভয়ানক বিষয়টি হলো সেখানে রোজার সময় কিছু মানুষ শুধুমাত্র ভিক্ষা করার জন্যই যান।

এমন অবস্থায় শারজাহর পুলিশ নতুন করে সাধারণ মানুষকে সতর্ক করেছে। তারা বলেছে, এখানে যারা ভিক্ষা করছে তারা অভাব থেকে এটি করছে না। মূলত ভিক্ষাকে তারা পেশা বানিয়েছে।

এছাড়া এই রমজান মাসে মাত্র এক ঘণ্টা ভিক্ষা করে কত অর্থ আয় করা যায় সেটি বাস্তবে দেখিয়েছে তারা। শারজাহর পুলিশ এক ব্যক্তিকে ভিক্ষুক সাজিয়ে রাস্তায় পাঠায়। দেখা যায় ওই ব্যক্তি মসজিদের সামনে ভিক্ষা করতে বসেছেন, দাঁড়িয়ে থাকা গাড়ির মানুষদের কাছে হাত পাতছেন। অনেক মানুষ তাকে ভিক্ষা দেনও। আর মাত্র ১ ঘণ্টা পর দেখা যায় ওই সাজানো ভিক্ষুক মানুষের কাছ থেকে ৩৫৭ দিরহাম ভিক্ষ পেয়েছেন। যা বাংলাদেশি অর্থে ১২ হাজার টাকারও বেশি।

মানে যদি কোনো বাধা ছাড়া কেউ ভিক্ষা করার সুযোগ পায় তাহলে তিনি কত অর্থ আয় করতে পারবেন, সেটি অকল্পনীয়। মূলত সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আমিরাতে কিছু প্রতারক ভিক্ষার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেন। এ কারণে সেখানে ভিক্ষা না দিতে উৎসাহিত করা হয়।

শারহাজ পুলিশ বলেছে, যদি কেউ অন্যদের সহায়তা করতে চান তাহলে সেটি যেন বৈধ চ্যানেলের মাধ্যমে করেন। অর্থাৎ দাতব্য সংস্থাকে যেন অর্থ যেন, তারা অভাবী ও যাদের সত্যিই সহায়তা প্রয়োজন তাদের সেই সহায়তা পৌঁছে দেবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top