সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৬ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


৫০ কোটিতে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি কুকুর


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫ ১৫:৩১

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৩:১৬

ছবি সংগৃহীত

শখের বসে প্রাণীকে পোষ মানাতে দেখা যায় অনেকেই। আর প্রাণীদের মধ্যে কুকুর ও বিড়ালই বেশি পোষে থাকে মানুষ। আর সেই পোষা প্রাণী নিয়েই কাটে তার অবসর। তবে পোষা প্রাণী হলেও এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতির বিষয়টিও। অনেকেই এই পোষা প্রাণীকে বাণিজ্য হিসেবেও গ্রহণ করেন।

এবার তেমনই এক পোষা কুকুর কিনে রেকর্ড গড়েছেন ভারতের পোষা প্রাণী প্রেমী এস সতীশ। ক্যাডাবমস ওকামি নামের এক কুকুরকে পেতে ৫০ কোটি টাকা খরচ করেছেন তিনি। যার ফলে কুকুরটি বিশ্বের সবচেয়ে দামি কুকুরে পরিণত হয়েছে।

বিরল প্রজাতির ওকামি কুকুরটি একটি বন্য নেকড়ে এবং একটি ককেশীয় শেফার্ডের মধ্যে অনন্য মিশ্রণ। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই বিরল নেকড়ে কুকুরটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতে আসে। তখন এর বয়স ছিল মাত্র ৮ মাস। যার ওজন এখন ৭৫ কেজি ছাড়িয়েছে। এছাড়াও তার আকর্ষণীয় উপস্থিতি দেখলে বাস্তবে নেকড়ের মতোই মনে হবে।

ভারতে আসার পর থেকেই ওকামি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নিয়মিত ইভেন্ট এবং ফিল্ম শোতে উপস্থিত হতে দেখা গেছে কুকুরটিকে। যেখানে ভক্তরা আগ্রহের সঙ্গে এই কুকুরের সঙ্গে ছবি তুলেছে।

কুকুরটি কেনা সতীশ জানিয়েছেন, তিনি এই কুকুরটির ৩০ মিনিটের উপস্থিতির জন্য ২.৫ লক্ষ টাকা এবং দীর্ঘ শোয়ের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন। তার দাবি, মানুষ সিনেমার তারকাদের চেয়ে বেশি আগ্রহ নিয়ে তার কুকুরটিকে দেখে।’

এই কুকুরটি ছাড়াও দীর্ঘদিনের কুকুরপ্রেমী সতীশের কাছে ১৫০টিরও বেশি বিরল কুকুর রয়েছে, যাদের সবগুলোই বেঙ্গালুরুতে ৭ একরের একটি খামারে রাখা হয়। প্রতিটি কুকুরের নিজস্ব জায়গা রয়েছে এবং ছয়জন তত্ত্বাবধায়ক তাদের সুস্থতা নিশ্চিত করে থাকেন। এই বিরল পোষা প্রাণীদের রক্ষা করার জন্য খামারটিতে সিসিটিভি ক্যামেরা এবং উচ্চ-নিরাপত্তার দেয়াল রয়েছে।

তবে তাদের সবার থেকে ব্যতিক্রম ওকামি। বিশেষ এই কুকুরটি বিশেষ খাদ্য পেয়ে থাকেন। প্রতিদিন ৩ কেজি কাঁচা মুরগি খেতে দেওয়া হয় কুকুরটিকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top