সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


এক বোটায় অদ্ভুত যমজ আম


প্রকাশিত:
২৫ মে ২০২১ ২১:২৯

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২২:০২

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দিনমজুর জাকির মোল্যা (৪০) কুড়িয়ে পেয়েছেন অদ্ভুত যমজ আম। যমজ আমটি এক বোটায় ঝুলছিল।

মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলায় রামদিয়া গ্রামে গিয়ে অদ্ভুত এ আমটির দেখা মেলে। অনেকে আমটি দেখতে ভিড় করছেন জাকির মোল্যার বাড়িতে।

জাকির মোল্যা বলেন, আমি সকালে পাশের বাড়িতে আম কুড়াতে যাই। এ সময় গাছের তলায় একটি যমজ আম পড়ে থাকতে দেখি। আমি আমটি কুড়িয়ে নিয়ে এসে লোকজনকে দেখাই। যমজ আমটি দেখতে আমার বাড়িতে এলাকার লোকজন ভিড় করছেন। তারা এই প্রথম যমজ আম দেখেছেন বলে জানান।

স্কুলশিক্ষক নজরুল ইসলাম বলেন, কলা, বেগুন, টমেটো যমজ দেখেছি। কিন্তু যমজ আম এর আগে কখনও দেখিনি। জীবনের প্রথম এই যমজ আম দেখলাম। দেখে অবাক লাগছে।

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুণ্ডু বলেন, এ ধরণের আম আমি আগে কখনও দেখিনি। তবে জেনেটিকের কারণে এক বোটায় দুই আম ধরতে পারে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top