পার্কিংলটে নিমেষে তলিয়ে গেল গাড়ি (ভিডিও)
প্রকাশিত:
১৪ জুন ২০২১ ১৫:৪২
আপডেট:
১৪ জুন ২০২১ ১৬:১৮

পার্কিংলটে পার্ক করা ছিল একটা গাড়ি। হঠাৎ সেখানে গর্ত তৈরি হয়ে কয়েক সেকেন্ডে তলিয়ে গেল আস্ত গাড়িটি। ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় এ ঘটনা ঘটে বলে রোববার এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘাটকোপার এলাকার রামনিবাস সোসাইটির গাড়ি পার্কিংয়ে বেশ কয়েকটি গাড়ি রাখা ছিল। রোববার স্থানীয় সময় সকালে প্রচণ্ড বৃষ্টিতে ওই পার্কিং লটে হঠাৎ ধস নেমে একটা বিশাল গর্ত তৈরি হয়। মুহূর্তে নীল রঙের গাড়িটি গর্তের মধ্যে তলিয়ে যায়। খোদ গাড়ির মালিকই ওই ঘটনা ভিডিও করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
ওই সোসাইটির বাসিন্দারা জানান, যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেখানে অনেক পুরনো ৫০ ফুট গভীর একটা কুয়া ছিল। সেই কুয়া বন্ধ করে পার্কিংয়ের জায়গা বানানো হয়েছে। প্রবল বৃষ্টিতে সেখানকার মাটি সরে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: