বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


এক সঙ্গে দশ সন্তানের জন্ম


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ২২:১৮

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৭:২১

গোসিয়াম থামারা সিথোলেস দশ সন্তান জন্ম দিয়েছেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার এক নারী এক সঙ্গে দশ সন্তানের জন্ম দিয়েছেন। যা নতুন বিশ্বরেকর্ড হয়ে উঠতে পারে। গোসিয়াম থামারা সিথোলেস নামের এই নারীর স্বামীর জানিয়েছেন, স্ক্যানে তারা গর্ভে আটটি সন্তান থাকার কথা জানতেন। কিন্তু দশ শিশুর জন্ম হওয়ায় অবাক হয়েছেন তারা। গত সোমবার (১৪ জুন) রাতে এসব শিশুর জন্ম হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

৩৭ বছর বয়সী সিথোলেস এর আগে জমজ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের বয়স বর্তমানে ছয় বছর। সোমবার সন্ধ্যায় ২৯ সপ্তাহের গর্ভকালে সিজারিয়ানের মাধ্যমে দশ সন্তানের জন্ম দেন তিনি। অপারেশনের পর বর্তমানে তিনি সুস্থ আছেন। তার স্বামী জানান, দশ সন্তানের মধ্যে সাতটি ছেলে আর তিনটি মেয়ে।

দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা দশ শিশু জন্মের খবর নিশ্চিত করেছেন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে তারা সিথোলের দশ সন্তানের জন্মের বিষয়টি খতিয়ে দেখছে।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রে এক গর্ভে আট সন্তানের জন্ম দেওয়া এক নারী বর্তমানে গিনেজ রেকর্ডসের অধিকারী। গত মাসে মালির হালিমা সিজে নামে ২৫ বছর বয়সী এক নারী মরক্কোর এক হাসপাতালে নয় সন্তানের জন্ম দেন। বর্তমানে তিনি ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

বেশি সংখ্যক সন্তান এক গর্ভে ধারনের বেশিরভাগ ঘটনাই নির্দিষ্ট সময়ের আগেই প্রসবের মাধ্যমে শেষ হয়। এক সঙ্গে তিন সন্তানের বেশি ধারণ সাধারণত বিরল। এসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় ফার্টিলিটি চিকিৎসার কারণেই এ ধরনের গর্ভধারণ হয়। তবে দক্ষিণ আফ্রিকার গোসিয়াম থামারা সিথোলেস জানিয়েছেন তারা স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেছেন।

মাসখানেক আগে প্রিটোরিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিথোলেস জানান, গর্ভের শুরু থেকেই তার প্রেগনেন্সি কঠিন ছিলো। বহু রাত নির্ঘুম থেকে তিনি সুস্থ সন্তানের প্রার্থনায় কাটিয়েছেন বলে জানান। তিনি নিজেকে প্রশ্ন করেছেন, ‘তারা কিভাবে পেটে ধরবে? বাঁচবে তো?’ পরে অবশ্য চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে তার পেটের আয়তন বাড়ছে।

আট সন্তান গর্ভে ধারণ করছেন জানতে পারার পর সিথোলে বুঝতে পারেন তার পায়ে ব্যাথা বেড়েছে। চিকিৎসকরা জানান আট সন্তানের মধ্যে দুইটি ভুল টিউবে অবস্থান করছে। তিনি বলেন, ‘সেই সমস্যার সমাধান করা হলে তারপর থেকে আমি ভালোই ছিলাম। সন্তানদের জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top