শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


সেলফি তুলতে গিয়ে নদীতে, গলা পানিতে সারারাত


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২১ ১৫:২৭

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৪:২২

ছবি-সংগৃহীত

স্মার্টফোনে সেলফি তোলা অনেকে বাতিকে পরিণত হয়েছে। বিপজ্জনক বিভিন্ন স্থানে সেলফি তুলতে গিয়ে নানা বিপত্তির খবর প্রায়ই শোনা যায়। এবার সেলফি তুলতে গিয়ে সারারাত ধরে নদীর গলা পানিতে ডুবে থাকলেন এক যুবক।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিক নামে ৩০ বছর বয়সী ওই যুবক ভারতের চেন্নাইয়ের কৌম নদীর ওপর নেপিয়ার ব্রিজে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে সেফলি তুলতে যান। কিন্তু মনমতো সেলফি না উঠায় ব্রিজের একদম প্রান্তে চলে গিয়েছিলেন তিনি।

এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। নদীতে বেশি পানি না থাকায় অবশ্য প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু তার হাত থেকে মোবাইলটাও পানিতে পড়ে যাওয়ায় পরিচিত কারো সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। রাতের বেলা সেখানে জন সমাগমও তেমন ছিল না। তাই সারারাত গলা পানিতে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করেও কাউকে পাননি তিনি।

পরে ভোর ৬টার দিকে কয়েকজন পথচারী কার্তিকের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দড়ি ফেলতে সেটা ধরে উঠে আসেন কার্তিক।

উদ্ধারের পর পুলিশের কাছে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন কার্তিক। ব্রিজ থেকে নিচে পড়ে নদীর পানিতে সারারাত থাকার পর সুস্থই আছেন কার্তিক।


সম্পর্কিত বিষয়:

সেলফি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top