বিশ্বের বিস্ময়কর কিছু আইন
প্রকাশিত:
২০ মে ২০২০ ১৬:৪২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:১৮

আইন ছাড়া কোনো দেশই চলতে পারে না। কারণ আইন অপরাধ কমাতে সাহায্য করে। কিন্তু পৃথিবীতে কিছু কিছু আইন আছে যা সত্যি অবাক করার মতো। চলুন জেনে নেওয়া যাক সেই অদ্ভুত আইনগুলো।
জানেন কি, অস্ট্রেলিয়াতে বাচ্চারা (১৮ বছরের নিচে যে কেউ) সিগারেট কিনতে পারবে না। কারণ এটা আইনবিরোধী। কিন্তু সিগারেট খেতে-টানতে পারবে। এতে কোনো বাধা নেই।
আবার ইংল্যান্ডে টেলিভিশন ব্যবহার করার জন্য লাইসেন্স করতে হয়। থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই আপনাকে শার্ট পড়তে হবে। অর্থাৎ অন্য কোনো পোশাকে গাড়ি চালাতে পারবেন না। আমেরিকার ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন, তবে আপনাকে সেই হাতির জন্য পার্কিং ফি দিতে হবে।
বিস্ময়কর আরেকটি আইন হলো, আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড। অর্থাৎ কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে। ইন্টারনেট
সম্পর্কিত বিষয়:
আইন
আপনার মূল্যবান মতামত দিন: