বাদুড়ে মিলেছে করোনা সদৃশ্য ভাইরাস!
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৭
আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৯

এবার করোনাভাইরাস সংক্রমণে নতুন উৎসের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। লাওসের গুহায় বাস করা বাদুড়ের মধ্যে মানুষের দেহে সংক্রামিত হওয়ার মতো সম্ভাব্য ভাইরাসের অস্তিত্ব পেয়েছেন তারা।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা মহামারি ছড়িয়ে পড়ে। কিছু বিজ্ঞানী দাবি করেছেন, বাদুড় বা অন্য কোনো প্রাণি থেকে মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।
যুক্তরাজ্য দাবি করে আসছে, চীনের গবেষণাগার থেকে এই ভাইরাসের উৎপত্তি। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিজ্ঞানীদের একটি দল চীনে গেলেও তাদেরকে যথাযথভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
ফ্রান্সের প্যাস্টিউর ইনিস্টিটিউট ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব লাওসের গবেষকরা জানিয়েছেন, অনুসন্ধানে তারা দেখতে পেয়েছেন, সার্স কোভ-২ এর সঙ্গে জিনগত মিল থাকা ভাইরাস চীনের প্রতিবেশী দেশ লাওসের উত্তরাঞ্চলের গুহাগুলোতে থাকা বাদুড়ের দেহে পাওয়া গেছে।
ভিয়েন্টাইন প্রদেশের গুহাগুলোতে থাকা শতাধিক বাদুড় পরীক্ষা করে তিনটি ভাইরাস পাওয়া গেছে। এগুলো কোভিড-১৯ এর জন্য দায়ী ভাইরাসের সঙ্গে, বিশেষ করে মানবকোষে আক্রমণ করার প্রক্রিয়ায় নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।
আপনার মূল্যবান মতামত দিন: