শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

Rupali Bank


যমুনায় জেলের জালে ধরা পড়েছে ডলফিন


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ০১:৩১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৮:০৬

ছবি-সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে ১টি ডলফিন ধরা পড়েছে। গত দুই দিনে জেলেদের জালে ২টি ডলফিন ধরা পড়েছে। তবে বিষয়টি জানা নেই জেলা মৎস্য বিভাগের।

জেলেরা জানান, মাছ ধরার সময় তাদের জালে ডলফিনটি ধরা পড়ে। এর আগে গত সোমবার দৌলতপুর উপজেলার চরকাটারি বোর্ড ঘর এলাকায় যমুনা নদী থেকে আরও ১টি ডলফিন ধরা পড়ে। এ বিষয়ে আলফে সানি নামের একজন একটি ফেসবুক গ্রুপে ডলফিনের ছবিসহ পোস্ট করেন।

দৌলতপুর উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রনি সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডলফিন ২টি ধরা পড়ার বিষয়ে তারা কিছু জানেন না। তবে যমুনা নদীতে বর্তমানে কিছু কিছু ডলফিন দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, আমি নিজেও বেশ কিছু ডলফিন দেখেছি এই এলাকায়। জেলেদের বেড় জালে ডলফিন ধরা পড়ার সম্ভাবনা আছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top