এয়ার বাবল বা ট্রান্সপোর্ট বাবল কী?
প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ০২:৩৬
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০১:০০

বিশেষ পরিস্থিতিতে নিয়মিত ফ্লাইট বন্ধের সময় দুটি দেশ যখন বিশেষ ব্যবস্থায় নিজেদের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করে, তাকে এয়ার বাবল’ বা ‘ট্রান্সপোর্ট বাবল’ (অর্থ-আকাশ-বুদবুদ) বলে।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু করে বাংলাদেশ।
চলতি বছরের এপ্রিলে মহামারি করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারত। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচলে ফের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এ পদ্ধতি কাজ করবে পারস্পরিকভাবে শুধু দুটি দেশের মধ্যে। এখানে ৩য় কোনো দেশের ভূমিকা থাকবে না।
অর্থাৎ কোনো যাত্রী ঢাকায় বিমানে উঠে সরাসরি যেন একটা ‘বুদবুদের’ মধ্য দিয়ে এসে ভারতের কোনো বিমানবন্দরে এসে নামবেন, মাঝে তিনি অন্য কোথাও বা অন্য দেশের সংস্পর্শে আসবেন না। শুধু সংশ্লিষ্ট দেশ দুটির এয়ারলাইন্সগুলোই এ পদ্ধতিতে অপারেট করতে পারবে।
আপনার মূল্যবান মতামত দিন: