হীরাখচিত গাড়ি স্পর্শ করলেই গুণতে হবে লাখ টাকা!
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ০৭:৫২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:১৯

একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী হিসেবে পরিচিত সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ। বিলাসবহুল জীবনযাপনের জন্য সারাবিশ্বে রয়েছে তার সুখ্যাতি।
আল-ওয়ালিদের গ্যারেজে রয়েছে-রোলস রয়েস, ল্যাম্বরগিনি, ফেরারিসহ বিভিন্ন ব্র্যান্ডের ২০০টির বেশি গাড়ি।
তবে তার সবচেয়ে আলোচিত গাড়িটি হলো- মার্সিডিজ। জানা যায়, গাড়িটি পুরোটাই হীরাখচিত। এতে প্রায় তিন লাখ হীরার কেলাস রয়েছে। ১৩ জন বিশেষজ্ঞ দুই সপ্তাহ ধরে চেষ্টা করে গাড়িটি হীরা দিয়ে সাজিয়েছেন। মার্সিডিজ এসএল৬০০ মডেলের গাড়িটির বাজারমূল্য ৪৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ১৭ লাখ টাকা। মার্সিডিজের ৫০তম জন্মদিন উপলক্ষে ২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে গাড়িটি দেখানো হয়। পরে এটি কিনে নেন আল-ওয়ালিদ।
প্রচলিত আছে, গাড়িটি স্পর্শ করলেও গুণতে হয় লাখ টাকা। শুধু গাড়ি নয়, সৌদি আরবেই ৩ টি প্রাসাদের মালিক এই যুবরাজ। পাশাপাশি বিদেশে ভ্রমণ করার জন্য ওয়ালিদের একটি ব্যক্তিগত বিমানও রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: