শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

Rupali Bank


দুই পোয়ার দাম সাড়ে ৭ লাখ!


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২১ ০৯:২২

আপডেট:
১২ নভেম্বর ২০২১ ১০:০৬

ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়া ৬৪ কেজি ৭০০ গ্রাম ওজনের দুটি কালো পোয়া মাছ বিক্রি হয়েছে ৭ লাখ ৬০ হাজার টাকায়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে মান্নানের মালিকানাধীন ট্রলারে মাছ দুটি ধরা পড়ে।

জেলেরা জানান, টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার ইউপি সদস্য আবদুল মান্নানের মালিকানাধীন ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া হাসু আলী মাঝির জালে দুটি বড় কালো পোয়া মাছ ধরা পড়ে। মাপার পর দেখা যায় মাছ দুটির ওজন ৬৪ কেজি ৭০০ গ্রাম। দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক জনতা মাছ দুটি দেখতে ভিড় জমায়। পরে মাছ দুটি ৭ লাখ ৬০ হাজার টাকায় কিনে নেন কক্সবাজারের এক মাছ ব্যবসায়ী।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, এটি চিকিৎসা কাজে ব্যবহারের সুতা তৈরি করা হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা অনেক বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top