রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

https://rupalibank.com.bd/


ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন!


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২২ ০০:৩৮

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২২ ০০:৪০

 ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়াতে গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ বেলিলিয়াস রোডে একটি লোহার সামগ্রীর দোকান থেকে এক কোটি টাকা লুটের ঘটনা ঘটে। পালানোর সময় যানজটে আটক পড়ে দুষ্কৃতীদের গাড়ি। সে সময় দিনদুপুরে পিস্তল উঁচিয়ে ডাকাতদের দৌড় আতঙ্কিত করেছিল এলাকাবাসীকে।

সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ভিডিও। তদন্তে নেমে ওই দোকানের কারবারে জড়িত তিনজন 'দালাল'কে জিজ্ঞাসাবাদ করে দেশটির পুলিশ। এর পরই পুলিশ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ডাকাতির টাকা দিয়েই প্রেমিকাকে আইফোন ও হবু শাশুড়িকে ফ্ল্যাটবাড়ি কিনে দেওয়ার জন্য উত্তরপ্রদেশে লক্ষাধিক টাকা পাঠিয়েছিলেন ধৃতদের এক জন ভিকি মল্লিক।

জিজ্ঞাসাবাদে ভিকি জানান, ডাকাতির পর টাকা ভাগ-বাটোয়ারা শেষে প্রত্যেকেই নিজের নিজের বাড়ি চলে যান। ওই টাকা দিয়েই প্রেমিকাকে আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনে দিয়েছেন তিনি। এছাড়া প্রেমিকার মাকেও একটি ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য সাড়ে চার লাখ টাকা পাঠিয়েছেন।

জানা যায়, ভিকির পাশাপাশি হাওড়ার ডাকাতি-কাণ্ডে হেমন্ত মিশ্র ও কার্তিক রাম নামে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো পলাতক আরও দুই দুষ্কৃতী।


সম্পর্কিত বিষয়:

ভারত পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top