রাজধানীতে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২১ ২৩:৫৭
আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৯:২৮

ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ডাকাত চক্রের চারজন ও অপহরণকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ডাকাত চক্রের ৪ জন ও অপহরণকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি র্যাব। তবে এ বিষয়ে আজ কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: