রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


‘রুনা ম্যামকে যখনই দেখি ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়’


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:০৪

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২৫ ০৫:১১

ফাইল ছবি

মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার এক পোস্টে জানিয়েছেন, ছোটবেলায় সৌদি আরবে থাকাকালীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে রেকর্ড করা রুনা লায়লার গানের অনুষ্ঠানের ভিডিও ক্যাসেট তিনি নিয়মিত দেখতেন।

নাবিলা লেখেন, ‘সেই তিন-চার বছরের নাবিলার পছন্দের তালিকায় ছিল শিল্পী আমি শিল্পী আর বন্ধু তিন দিন এই গানটি। একবার এক আন্টির বাসায় ভিসিআরে বন্ধু তিন দিন এই গানটি রিওয়াইন্ড করে করে কতো হাজার বার যে শুনছিলাম আর নাচছিলাম একপর্যায়ে ভিসিআর গরম হয়ে যায় অনেকক্ষণ চলার কারণে। তাই আন্টিটা বাধ্য হয়ে ভিসিআর বন্ধ করে দেয়।’

ভিসিআর বন্ধ হয়ে যাওয়ায় ছোটবেলার সেই চরম মুহূর্তের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘তারপর আমার সেই কী কান্না! আমি 'বন্ধু তিন দিন' গান শুনতে পারছিলাম না তাই একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না! রুনা ম্যামকে যখনই দেখি আমার ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে যায়।’

কিংবদন্তী এই শিল্পীর প্রশংসা করে নাবিলা শেষে লিখেছেন, ‘একজন বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত যে আমাদের একজন রুনা লায়লা আছেন। গতকাল তার সরাসরি গান শুনেছি এবং তার কণ্ঠে এখনও কী অসাধারণ রেঞ্জ আছে! আল্লাহ তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top