বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু


প্রকাশিত:
৭ মে ২০২৫ ১৫:৫৫

আপডেট:
৮ মে ২০২৫ ০৮:০৩

ছবি সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আরফাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতর সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক চট্টগ্রাম রাঙ্গুনিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, কয়েকজন বন্ধু মিলে সৈকতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ঢেউয়ের সঙ্গে তলিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করলে তার খোঁজ পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে ভেসে উঠলে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top