শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


আধিপত্য বিস্তার নিয়ে টঙ্গীতে যুবলীগের দুপক্ষের সংঘর্ষ


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২১ ২০:০২

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০৭:৫০

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি কেরানিরটেক বস্তিতে যুবলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহীদ সুমন আহমেদ মজুমদার স্মৃতি সংসদ ক্লাবের নাম পরিবর্তন এবং আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও আহতদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে যুবলীগকর্মী আক্তার হোসেন (৪০), নূর মোহাম্মদ (৪৫) গ্রুপ এবং সাদ্দাম (২৫), বিপ্লব হোসেন (৩২) গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ওই ঘটনা কেন্দ্র করে বুধবার রাতে সাদ্দাম, বিপ্লব হোসেন, আবু সাঈদ, রাসেল, আকাশ ও সিয়াম তাদের গ্রুপের ১০-১২ যুবলীগকর্মী নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ সময় আক্তার হোসেন ও নূর মোহাম্মদ গ্রুপের ৪০-৫০ যুবলীগকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের ওপর হামলা করে।

হামলায় সাদ্দাম, বিপ্লব, আবু সাঈদ, রাসেল, আকাশ, সিয়াম গুরুতর আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সাদ্দাম, বিপ্লব, আবু সাঈদ— এই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top