বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


‘হাওয়া’ নির্মাতার নতুন সিনেমা ‘রইদ’


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫

আপডেট:
১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৯

ফাইল ছবি

হাওয়া’ দিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা জন্ম দেওয়ার তিন বছর পর আবারও নতুন কাজ নিয়ে ফিরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এবার তিনি হাজির হয়েছেন নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে; যা নিয়ে এখন তোলপাড় নেটমাধ্যম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। ট্রেলার প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ দর্শক; সবার প্রতিক্রিয়া প্রায় এক। অনেকেরই ধারণা, এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নতুন এক অধ্যায় যুক্ত হতে যাচ্ছে

ট্রেলারে যেমন দেখা গেল ‘রইদ’ ট্রেলারটির প্রতিটি ফ্রেম যেন কথা বলে। শুরুতেই পর্দায় ভেসে ওঠে এক ম্লান অথচ তীব্র রোদের খেলা। প্রচলিত কমার্শিয়াল সিনেমার চাকচিক্য নয়, বরং ট্রেলারজুড়ে ছিল এক ধরনের গুমোট রহস্য আর ধূসর রঙের আধিপত্য। ব্যাকগ্রাউন্ডে চড়া মিউজিকের বদলে শোনা গেছে প্রকৃতির শব্দ আর চরিত্রের দীর্ঘশ্বাস।

নাজিফা তুষিকে এখানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন লুকে। সাদামাটা শাড়ি, চোখেমুখে বিষণ্নতা আর অব্যক্ত যন্ত্রণার ছাপ। অন্যদিকে মোস্তাফিজুর নূর ইমরানকে চেনা দায়! তার রাফ অ্যান্ড টাফ লুক আর তীক্ষ্ণ চাহনি বলে দেয়, পর্দায় তিনি ভয়ংকর কিছু ঘটাতে চলেছেন

সংলাপ খুব কম, তবে যেটুকু আছে তা যেন তীরের মতো বিঁধে যায়। ট্রেলারের সিনেমাটোগ্রাফি এতটাই নান্দনিক যে, অনেক দর্শক এর সঙ্গে মালয়ালম আর্ট ফিল্মের তুলনা টানছেন। অগ্নিকাণ্ডের দৃশ্য, আলো-ছায়ার আবহ- সব যেন ছিল অনন্য মাত্রায়।

লার প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে নেটিজেনদের। কেউ লিখেছেন, ‘মনে হইলো মালায়লাম মুভির বাংলা ডাবিং ট্রেলার দেখলাম... জাস্ট আগুন!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ভাই রে ভাই ফ্রেমগুলো একেকটা ভিন্ন ভিন্ন গল্প বলে! কি সুন্দর সিনেমাটোগ্রাফি!’ আরেক নেটিজেনের মত, “‘রইদ’ একটা হিস্ট্রি ক্রিয়েট করার মত সিনেমা। আমাদের দেশেও এমন অসাধারণ কাজ হচ্ছে, দেখে ভালো লাগছে।”

এদিকে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির বিভিন্ন কলাকূশলীরা। মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। সব মিলিয়ে ‘হাওয়া’র পর সুমনের ‘রইদ’ যে দর্শকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী করে দিয়েছে, তা বলাই বাহুল্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top