বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


নিষিদ্ধ আ.লীগ নেতাদের নিয়ে ওসি-ডিসি-ইউএনও’র সভা


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১১:০৮

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ০১:২৭

ছবি ‍সংগৃহিত

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে গোসাইরহাট উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকও। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) সানিয়া বিনতে আফজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম। উপস্থিত ছিলেন— গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশ নেন— আওয়ামী লীগের উপজেলার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আলাওলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. ওসমান বেপারী।

উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক খান বলেন, উপজেলা প্রশাসনের আহ্বানে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান হিসেবে তারা মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সামন্তসার, নলমূড়ি ইউনিয়নসহ বেশিরভাগ চেয়ারম্যান আওয়ামী লীগের। এখনো তারা বিভিন্ন আইনশৃঙ্খলা মিটিংসহ প্রশাসনের মিটিংয়ে উপস্থিত থাকেন।

এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউএনও সানিয়া বিনতে আফজল মোবাইলে বলেন, ইউনিয়ন চেয়ারম্যান হওয়ায় তারা আলোচনা সভায় এসেছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top