মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


১৬০ শিক্ষার্থীকে পার্শ্ববর্তী কলেজে ভর্তি করানোর নির্দেশ


প্রকাশিত:
৩০ মে ২০২৪ ১৭:২০

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৯:০১

ছবি- সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী পাশের কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি করানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্নসচিব পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিধিবহির্ভূতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চালু করা অনার্স কোর্স বন্ধের নির্দেশ দেয় মন্ত্রণালয়। এরপর সেখান ভর্তি হওয়া ১৬০ শিক্ষার্থীর কথা বিবেচনা করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইতোমধ্যে বিভিন্ন সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হওয়ার লক্ষ্যে তাদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি করানো এবং এই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

গত সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে প্রোগ্রামের সব কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। এ ঘোষণার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চালুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন।

এদিকে আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবনের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে ভর্তি হওয়া শিক্ষার্থীরা।

তারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর গত ২৭ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো সদুত্তর পায়নি। তাই আজকে মানববন্ধন কর্মসূচি পালন করেছি।

পুনরায় ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রতিউত্তর না পেলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। প্রয়োজনে উচ্চ আদালতের রিট করা করা হবে বলে জানান তারা। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় তাদের ব্যাপারে এ নির্দেশনা দিয়েছে।

প্রসঙ্গত, গত বছর ২০ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের নজরে আসার পর তা বন্ধ রাখতে নির্দেশনা দেয় ইউজিসি। কিন্তু ইউজিসির নির্দেশনা না মেনে ভর্তি কার্যক্রম চালু রাখে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপর বাধ্য হয়ে গত ২৬ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্স বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top