এসএসসির রুটিন প্রকাশ হতে পারে আজ
প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৫
আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১৫:০২

আগামী ১৫ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কমিটির প্রস্তাবিত সময়সূচির অনুমোদন পেলে আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার সংবাদমাধ্যমকে বলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলে আজকেই রুটিন প্রকাশ করা হতে পারে।
তিনি আরও বলেন, আজ দুপুরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে বিকেলের মধ্যে এসএসসি পরীক্ষার রুটিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করার প্রস্তুতি রয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: