বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নর্তকী নয়, অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে চান নোরা


প্রকাশিত:
৩ জুন ২০২৩ ২১:৫৬

আপডেট:
১ মে ২০২৫ ১৯:২৪

 ফাইল ছবি

বলিউডে ‘আইটেম কুইন’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ইতোমধ্যে। তার নাচের ঝলকে কুপোকাত আট থেকে আশি। তাই তো প্রযোজকেরা তার দ্বারে ধর্না দেন। দাবি একটাই, তাদের ছবিতে স্বল্প উপস্থিতি দিয়ে খারাপ ছবিকেও উতরে দাও।

কিন্তু কী বলছেন নোরা? তিনি জানান, সারাক্ষণ আশঙ্কায় থাকেন এই বুঝি প্রযোজকের ফোন এলো! কিন্তু অনেক হয়েছে আর না। এবার নিজেকে অভিনেত্রী হিসেবে দাঁড় করাবেন। তার কথায়, ‘আমি যখন হ্যাঁ বলি, সেটার মানে নিজের পুরোটা দিয়ে দেব। তাই বুঝেশুনে রাজি হই।’

এখন ‘না’ বলতে শিখেছেন নোরা। তাই তো কাজের ক্ষেত্রে হাজারটা শর্ত জুড়ে দেন। নোরার দাবি, অনেক স্বার্থত্যাগ করেছেন আগে, তাতে কিছু লাভ হয়নি। তাই এখন লাগামটা শক্ত হাতে ধরেছেন। নোরার কথায়, ‘আমি নিজের সেরাটা দিই। মঞ্চে হোক বা ক্যামেরার সামনে এমন নিখুঁতভাবে কাজ করব যে কিছুই পড়ে থাকবে না। সবটা খেয়ে নেব।’

নোরার ভাষ্য, ‘যদি দশটা গানের প্রস্তাব দেওয়া হয় আমি একটা হ্যাঁ করি, বড়জোর দুটো। কখনো কখনো সবগুলোই না করে দিই। কারণ এত বেশি গানের দৃশ্য করলে ইন্ডাস্ট্রি আমায় ছকে ফেলে দিতে চাইবে। দৃষ্টিভঙ্গি বেশিরভাগ ক্ষেত্রেই খুব সংকীর্ণ।’

বলিউডের ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ এবং ‘ভুজ- দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিগুলোতে অভিনেত্রী হিসেবে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন নোরা। হাতে আছে আরও বেশ কয়েকটি ছবি। অভিনেত্রী হওয়ার দৌড়ে এখন থেকেই নিজেকে শামিল করছেন এই আইটেম গার্ল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top