সিরাজকে নিয়ে শ্রদ্ধার পোস্টে হাসির রোল
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৮
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৩:২৪

এশিয়া কাপের ফাইনাল যে এমন একপেশে হবে তা কেউ আশা করেনি। কিন্তু মোহাম্মদ সিরাজের আগুনে শ্রীলঙ্কার ভিত নড়িয়ে দেয়। সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন করে বসলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আর তাতেই হাসির রোল উঠল নেটদুনিয়ায়।
মেগা ফাইনালে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। তিন রানে তিন উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিপক্ষের ব্যাটিংকে একাই বুঝে নেন সিরাজ। তার ২১ রানে ৬ উইকেট নেওয়ার সৌজন্যে মাত্র ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল গতবারের এশিয়া সেরা টিম।
এরপর এই ম্যাচ জেতা যে শুধুই সময়ের অপেক্ষা সেটা সবার জানা ছিল। আর তাই হলো ঈশান কিষান ও শুভমান গিলের অপরাজিত জুটির ওপর ভর করে মাত্র ৬.১ ওভারে ৫১ রান তুলে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এরপর শ্রদ্ধা সোশাল মিডিয়ায় লেখেন, এবার সিরাজকেই জিজ্ঞেস করো এই ফ্রি টাইম নিয়ে কী করব।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সেরাটা উজার করে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। এশিয়া কাপ ফাইনালে ২১ রান ৬ উইকেট তুলে নিয়ে একগুচ্ছ রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: