মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বন্ধুকে দিয়ে জামা কেটে ভাইরাল, জানেন না স্বামী— কে এই প্রিয়াঙ্কা


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০২:১৪

ফাইল ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক ভিডিও। যেখানে দেখা গেছে, ভারতের একটি রিয়েলিটি শো’তে বন্ধুর হাত ধরে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা হালদার নামের বিবাহিত এক নারী।

স্বামীকে না জানিয়েই সেই শো’তে অংশগ্রহণ করেছেন তিনি। এমনকি অনুষ্ঠানে ক্যামেরার সামনেই বন্ধুকে দিয়ে প্রকাশ্যে নিজের জামা কেটে ফেলেন ওই নারী। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিতর্কের মুখে পড়েন তিনি।

শুধু ভারত নয়, বাংলাদেশেও প্রিয়াঙ্কা হালদারকে নিয়ে ইন্টারনেট দুনিয়ায় নানা আলোচনা চলছে। এরই মধ্যে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে সেই নারীর পরিচয় তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা হালদার পশ্চিমবঙ্গের মেয়ে। যদিও বর্তমানে তিনি মুম্বাইয়ে থাকেন। তার বয়স বর্তমানে ৩৩ বছর। খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন তিনি। মাত্র ১৮ বছরেই সন্তানের মা হন। তার ছেলের বয়স বর্তমানে ১৫ বছর।

অন্যদিকে প্রিয়াঙ্কার স্বামী ভারতীয় রেলে চাকরি করেন। বর্তমানে নাগপুরে থাকেন তিনি। স্বামীকে না জানিয়েই বন্ধুর হাত ধরে সেই রিয়েলিটি শো’তে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা।

ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি অভিনয়ও করেছেন। ছোট পর্দার বিভিন্ন শো- ক্রাইম পেট্রোল, উঠাপটকসহ বেশ কিছু প্রজেক্টে দেখা মিলেছে তার। কাজ করেছেন শর্ট ফিল্ম, নাটকেও।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে, প্রিয়াঙ্কা লাল পোশাক পরে দাঁড়িয়ে আছেন। এমন সময় তার সঙ্গে থাকা ব্যক্তিটি কাঁচি দিয়ে পোশাকের কিছু অংশ কাটছেন।

এরপরই বিচারকের আসনে থাকা সময় রায়না এবং ভারতী সিং তার সঙ্গে কথা বলতে শুরু করেন। যেখানে প্রিয়াঙ্কা জানান তিনি বিবাহিত। তার একটি ১৫ বছরের ছেলে আছে।

এই কথা শুনে বিচারকরা অবাক হয়ে যান। প্রিয়াঙ্কাকে উদ্দেশ্যে করে একজন বলেন, ‘ছেলেদের ইগো খুব জটিল হয়। তাদের প্রেমিকার দিকে কেউ তাকাক, সেটা তারা চায় না। আর সেখানে আপনার স্বামী কিছু বললো না?’

জবাবে প্রিয়াঙ্কা জানান, তিনি বাড়িতে বরকে না জানিয়েই এখানে এসেছেন। এরপর নিজের বন্ধুকেও পরিচয় করিয়ে দেন বিচারকদের সঙ্গে।

প্রিয়াঙ্কার এই কথা শুনে অবাক হন নেটিজেনরা। তার পোশাক কাটা ও মন্তব্য নিয়ে সমানে কটাক্ষ করতে শুরু করেন সকলে। অনেকেই প্রশ্ন তুলেন, সেই নারীর স্বামী-সন্তান নিয়ে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top