সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


আর দেখা যাবে না রাহাকে, বড় সিদ্ধান্ত আলিয়ার


প্রকাশিত:
২ মার্চ ২০২৫ ১৩:০৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:২০

ছবি সংগৃহীত

তারকা সন্তানদের নিয়ে সবসময়ই ভক্তদের আগ্রহের পরিমাণ একটু বেশিই থাকে। বিষয়টি বলিউড হলে, তখন পাপারাজ্জিতের ক্যামেরাও তাড়া করে বেড়ায় স্টারকিডদের। কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, সেসব খবর বের করার চেষ্টায় যেন ব্যস্ত থাকেন।

যে কারণে বর্তমান সময়ে অনেক তারকাই সন্তান জন্মের পরেই একপ্রকার নিষেধাজ্ঞা দিয়ে রাখেন। যেন কোনোভাবেই সন্তানের ছবি না তোলা হয়, বা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করা হয়।

এবার সে পথেই হাঁটলেন অভিনেত্রী আলিয়া ভাট। এতদিন মেয়ে রাহাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। রণবীর কাপুরের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তবুও তিনি মেয়েকে কোলে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় একের পর এক পোজ দিয়েছেন।

তবে শনিবার সকালেই নাকি বড় সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। নিজের ভেরিফায়েড পেজ থেকে মুছে দিয়েছেন মেয়ে রাহার সব ছবি। জন্মদিনের ছবি থেকে বিদেশ ভ্রমণ, কোথাও কোনো ছবি নেই।

তড়িঘড়ি কেন এই সিদ্ধান্ত? তবে কি বিরাট কোহলি ও আনুশকা শর্মার পথ অনুসরণ করছেন দু'জনে? মেয়েকে আর কোনওদিন আনবেন না ক্যামেরার সামনে?

একাধিক সূত্রের দাবি, কিছুদিন আগেই পাপারাজ্জিদের মুখোমুখি হন আলিয়া। ক্যামেরা অফ করতে বলে তাদের কাছে অনুরোধ করেন, মেয়ের যেন আর ছবি না তোলা হয়।

এখানেই শেষ নয়, সম্প্রতি রণবীরের ভাগ্নি সামাইরা ভীষণ ট্রোলড হয়। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল সে। সঙ্গে ছিল ঠাকুমা নিতু কাপুর। এক ভাইরাল ভিডিওতে অনেকেই দাবি করেন, ঠাকুমার প্রতি খারাপ ব্যবহার করেছে সামাইরা। অভিযোগ ওঠে ধাক্কা দেওয়ার।

যদিও নিতুর মেয়ে রিদ্ধিমা দাবি করেন, তার মেয়ে নির্দোষ। কোনও খারাপ ব্যবহার সে করেনি।

শোনা যাচ্ছে রাহাও যেন ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার নীতিপুলিশির শিকার না হন, সে কারণেই এই সিদ্ধান্ত আলিয়ার। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি দিতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে আলিয়ার কর্মকাণ্ডে বিষয়টি এরই মধ্যে স্পষ্ট।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top