মূত্র যেন ‘অমৃত’, আমি নিজেও পান করেছি— বললেন অভিনেত্রী
প্রকাশিত:
৩ মে ২০২৫ ১২:২২
আপডেট:
৪ মে ২০২৫ ০২:০১

মূত্রপান নিয়ে ভারতীয়দের মধ্যে কুসংস্কার রয়েছে। বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে মূত্রপান করতে দেখা যায় তাদের। এরকম ভিডিও-ও পাওয়া যায় সামাজিক মাধ্যমে। দেশটির সচেতন সমাজও এতে বিশ্বাস রাখেন।
এর বড় উদাহরণ বলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরা। এবার মূত্রপান ‘অমৃত’ বলে উল্লেখ করলেন একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনু আগরওয়াল।
সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে এক সাক্ষাৎকারে অভিনেত্রী মূত্রপানের বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। অভিনেত্রীর ভাষ্য, ‘অনেকই এটা জানে না। এটা অজ্ঞতা হোক বা সচেতনতার অভাবই হোক মূত্রপান করাকে ‘আম্রোলি’ বলা হয়। এটা আসলে যোগ ব্যায়ামের একটি মুদ্রা (ভঙ্গি/অভ্যাস। আমি নিজেও এটি অনুশীলন করেছি। এটি খুবই ভালো অনুশীলন।’
অনু যোগ করেন, ‘তবে মনে রাখা গুরুত্বপূর্ণ। আপনি নিজের সম্পূর্ণ মূত্রপান করবেন না। এর একটি নির্দিষ্ট অংশই পান করা হয়। সেই অংশটিকে ‘অমৃত’ বলে মনে করা হয়। এটি বার্ধক্য প্রতিরোধে, ত্বকে বলিরেখা পড়া আটকাতে সাহায্য করে। আমি ব্যক্তিগতভাবে এর সুবিধা ভোগ করেছি।’
মূত্রপানের বৈজ্ঞানিক ভিত্তি কি? এমন প্রশ্নের জবাবে অনু আগরওয়াল বলেন, ‘বিজ্ঞান কত পুরনো? ২০০ বছর। যোগ ১০,০০০ বছরের পুরানো, তাহলে কার কথা শুনবেন? আমি অবশ্যই এটিকে সমর্থন করি।’
কয়েকদিন আগে অভিনেতা পরেশ রাওয়াল ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান হাঁটুর ব্যাথা সারাতে টানা ১৫ দিন মূত্রপান করেছিলেন অভিনেতা। এদিকে পরেশের মূত্রপানের ঘটনা প্রকাশ্যে আসতেই ছি ছি রব ওঠে সামাজিক মাধ্যমে। কেউ লিখছেন, “এসব ভুলভাল কথা বলে ভারতের নাম আর কত ডোবাবেন?”
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: